সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৩ যুবক নিহত
নিউজ ডেস্ক:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই ভাইসহ ৩ যুবক নিহত।
সৌদি আরবে একটি প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের সহোদরসহ তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দেশটির আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরণ।
নিহতরা হলেন— ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের খলিফাবাড়ির আবুল কাশেমের দুই ছেলে মো. ফারুক হোসেন (২৫) ও মো. পারভেজ হোসেন (২০) এবং একই বাড়ির আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।
আহতরা হলেন— কাশেমের ছোট ভাই সুমন মিয়া (৩৫) ও ভাগিনা রুবেল হোসেন (২০)। তাদের সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের পরিবারের বরাত দিয়ে মনোহরগঞ্জের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরণ বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরবে যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদি আরব যান।
বৃহস্পতিবার দুপুরে তারা পাঁচজন বাজার করতে আল কাসিম শহরের উদ্দেশ্যে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More