ইতালিতে বাংলা স্কুল চালুর ঘোষণা
নিউজ ডেস্ক:
ইতালিতে বাংলা স্কুল চালুর ঘোষণা।
প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জন্য ইতালিতে শিগগির বাংলা স্কুল চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে শিশুদের কাছে তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছেন তারা।
রবিবার (২১ আগস্ট) রোমের করনেলিয়া বাতিস্তিনি ঐক্য পরিষদ এ ঘোষণা দেয়।
এদিন করনেলিয়া বাতিস্তিনি ঐক্য পরিষদ আয়োজিত বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। দীর্ঘদিন পর এমন আয়োজনে ইতালির অন্যান্য শহর থেকেও অংশ নেন প্রবাসীরা।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- করনেলিয়া বাতিস্তিনি ঐক্য পরিষদের শওকত আলী, সৈয়দ আহসানুল পাপন, শেখ মাসুদ, মুখলেস ভূইয়া, শাহিন ভূইয়া, বেলাল উদ্দিন, ইকরাম হোসেন, রহমান জিকু, শফিকুল, সৈয়দ মামুন, দুলাল, কাজী সুমন ও আহমেদ হোসাইন। এছাড়াও স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব হেবজু রহমান, দাউদ মুন্সি, মো. সোলেমান, বেল্লাল উদ্দিন খাঁন, জাহাঙ্গীর মিঠু, শেখ মাসুদ, শওকত আলী, সৈয়দ আহসানুল পাপন, মুখলেস ভূঁইয়া, রহমান জিকু বাচ্চু, দুলাল, আহমেদ হোসাইন, আবিদ হোসেন, সৈয়দ মামুন, শাহীন ভূঁইয়া, ইকরাম হোসেন, সোহেল চৌধুরী, লুকমান ভূইয়া, কাজী সুমন, শাহ্ শওকত, কাজী ইসহাক, মামুনুর রশীদ, বরকত আলী, মিজানুর রহমান, মাসুকুর রহমান, ফরহাদ বাবু, বেল্লাল হোসেন, আনোয়ার, রহমান মুন্সী, জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম সিটি করপোরেশনের ১৩নং মিউনিসিপ্যালিটির কমিশনার মারিয়া স্তেল্লা উররো।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More