Main Menu

সৌদিতে আইসিউইতে থাকা বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক:
সৌদিতে আইসিউইতে থাকা বাংলাদেশির মৃত্যু।
সৌদি আরবের রাজধানী রিয়াদে মেহেদী হাসান মুন্না নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। প্রায় এক সপ্তাহ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধী অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

জানা যায়, গত ১৩ আগস্ট প্রতিদিনের মতো কাজ করছিলেন রিয়াদ প্রবাসী মেহেদী হাসান মুন্না। তিনি গাড়িতে পানি লোড করার সময় হঠাৎ গাড়ির পিছনের দরজা ভেঙে মুন্নার ঘাড়ে পড়লে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতালে নিয়ে দেখা যায় ঘাড়ে প্রচণ্ড আঘাতে তার ঘাড় ভেঙে গেছে। পরে প্রায় এক সপ্তাহ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধী ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

মেহেদী হাসান মুন্নার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামে। তিনি সৌদি আরবে রিয়াদের একটি পানির কোম্পানিতে চাকরি করতেন। মুন্নার এমন মৃত্যুতে কর্মস্থল, সৌদিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ নিজ এলাকায় চলছে শোকের মাতম।

বর্তমানে তার মরদেহ সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছে। দ্রুত তার মরদেহ দেশে পাঠাতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসীরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *