সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু।
বিদেশবার্তা২৪ ডেস্ক:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু।
সৌদি আরবে গাড়ি চাপায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অহিদ মিয়া (৫০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৭টায় মক্কা শহরে দুর্ঘটনায় মারা যান তিনি।
নিহত অহিদ মিয়ার বাড়ি উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, দীর্ঘ দিন ধরে সৌদি আরবে ছিলেন অহিদ মিয়া। মক্কা শহরে অবস্থিত সিজার নামে একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। গত চার মাস আগে তিনি দেশে ছুটি কাটিয়ে ফের কর্মস্থলে যান। বুধবার সকালে মক্কা শহরের একটি সড়কে কাজ করছিলেন তিনি। সকাল পৌনে ৭টার দিকে কাজ করা অবস্থায় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে অন্য প্রবাসীদের মাধ্যমে খবরটি জানতে পারেন তার স্বজনেরা। অহিদ মিয়ার দুই ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল প্রবাসী অহিদ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কাছ থেকে তার মৃত্যুর খবরটি জানতে পারেন। শিগগিরই অহিদের লাশ দেশে আনতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হবে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More