অবৈধভাবে সীমান্ত পাড়ি, রোমানিয়াতে ৪ বাংলাদেশি গ্রেপ্তার
নিউজ ডেস্ক:
অবৈধভাবে সীমান্ত পাড়ি, রোমানিয়াতে ৪ বাংলাদেশি গ্রেপ্তার
অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত পাড়ি দিতে যাওয়া চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রোমানিয়া পুলিশ। দেশটির সাতু মেরে বর্ডার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব বাংলাদেশি বেআইনিভাবে প্রবেশের চেষ্টার কথা স্বীকার করেছেন৷ এই চার অভিবাসী ২২ থেকে ৩৩ বছর বয়সি বলে জানিয়েছে রোমানিয়া কর্তৃপক্ষ৷
রবিবার সাতু মেরে বর্ডার পুলিশের টেরিটোরিয়াল সার্ভিস জনিয়েছে, পিটিয়া সীমান্ত পুলিশের সহায়তায় পরিচালিত এক অভিযানে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এসব বাংলাদেশি অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করে শেনজেন অঞ্চলে প্রবেশের চেষ্টা করছিলেন।
চলতি বছর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে হাঙ্গেরি সীমান্তে ব্যাপকভাবে অভিযান বৃদ্ধি করেছে রোমানিয়া কর্তৃপক্ষ৷ সাতু মেরে বর্ডার পুলিশের টেরিটোরিয়াল সার্ভিস এবং সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কড়া নজরদারি ব্যবস্থা জারি রেখেছে বলে জানিয়েছে বুখারেস্ট৷
দেশটির পুলিশ জানিয়েছে, গতকাল ১৪ আগস্ট বিকেল ৪ টার দিকে সীমান্ত পুলিশ সদস্যরা হাঙ্গেরি সীমান্তের কাছে অবস্থিত দারা এলাকায় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তারা হাঙ্গেরি সীমান্তের দিকে যাচ্ছিল৷ আটকের পর চার অভিবাসী তাদের এই এলাকায় উপস্থিতির কারণ এবং উপযুক্ত নথি উপস্থাপনে ব্যর্থ হয়। পরে অধিকতর তদন্তের জন্য তাদেরকে সীমান্ত পুলিশের সদর দফতরে নিয়ে যাওয়া হয়৷
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চার বাংলাদেশি স্বীকার করেছেন তারা হাঙ্গেরিতে পৌঁছানোর জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন৷ তাদের বিরুদ্ধে অবৈধভাবে রাষ্ট্রীয় সীমানা অতিক্রমের চেষ্টার অপরাধ সংঘটনের অভিযোগে বিশদ তদন্ত করা হচ্ছে। তদন্তে শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি মাসের ৪ আগস্ট ইউরোপের অন্য দেশে পালানোর চেষ্টার দায়ে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আসা তিন বাংলাদেশি অভিবাসীকে বিমানযোগে ঢাকায় ফেরত পাঠিয়েছে রোমানিয়া সরকার৷ পাশপাশি আগামী পাঁচ বছরের জন্য তাদেরকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এছাড়া, গত ৮ আগস্ট অন্য আরেকটি অভিযানে ১৮ জন বাংলাদেশিসহ ভারত ও পাকিস্তানের মোট ৫০ জন নাগরিককে গ্রেপ্তার করে সাতু মেরে বর্ডার পুলিশের টেরিটোরিয়াল সার্ভিস এবং সীমান্তরক্ষী বাহিনী৷
উল্লেখ্য, রোমানিয়ার শ্রম বাজারে কর্মী সংকটের চাহিদা পূরণে ২০২১ সালে দেশটি ২৫ হাজার বিদেশি কর্মী আনার ঘোষণা দেয়৷ সেই সূত্র, কাজের ভিসায় রোমানিয়া আসছেন বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রা৷ কিন্তু অভিবাসনের উচ্চ খরচ এবং দালালের খপ্পরে পড়ে দেশটিতে আসা অভিবাসীরা পশ্চিম ইউরোপে পালিয়ে অনিয়মিত অভিবাসী হওয়ার ঝুঁকি নিচ্ছেন৷
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More