রত্মগর্ভা মা জোহরা মমতাজ বেগমকে মুক্তিযোদ্ধার প্রজন্ম’র অভিনন্দন
নিউজ ডেস্ক:
রত্মগর্ভা মা জোহরা মমতাজ বেগমকে মুক্তিযোদ্ধার প্রজন্ম’র অভিনন্দন।
বাড়ীর ছাদে বাগান করে সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় সিলেটের রত্মগর্ভা মা জোহরা মমতাজ বেগম এবং অনুপ্রেরণা প্রদানকারী স্বামী সিদ্দিকুর রহমান চৌধুরী সাহেদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য এর পূর্বে জোহরা মমতাজ বেগম বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ পেয়ে সুনাম অর্জন করেন।
তারা তাঁর কর্মজীবনে আরও সু-খ্যাতি ও সফলতার পাশাপাশি সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ূ কামনা করেন
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More