বাংলাদেশিদের জন্য দ. আফ্রিকার ট্রানজিট ভিসায় ছাড় প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশিদের জন্য দ. আফ্রিকার ট্রানজিট ভিসায় ছাড় প্রত্যাহার।
সিস্টেম অমান্য করায় বাংলাদেশ ও পাকিস্তানের সাধারণ পাসপোর্টধারীদের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় ট্রানজিট ভিসায় দেয়া ছাড় প্রত্যাহার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যারোন মোতসোয়ালেদি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। যা ১লা আগস্ট থেকে এ দুটি দেশের ক্ষেত্রে এই নিয়ম চালু কার্য কর হয়েছে।
ভিসায় ছাড় প্রত্যাহার করায় এখন থেকে এ দুই দেশের নাগরিকদের দক্ষিণ আফ্রিকা হয়ে অন্য দেশে যাতায়াতে ট্রানজিট ভিসার শর্ত পূরণ করতে হবে।
দক্ষিণ আফ্রিকার অনলাইন টাইমস লাইভ এ খবর দিয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই দুটি দেশের যাত্রীরা সম্প্রতি ট্রানজিট লাউঞ্জে অপেক্ষায় থাকা অবস্থায় বিমানবন্দরের হাইড্রেন্ট প্যাসেজ দিয়ে বেরিয়ে বেআইনিভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টা করেছেন। এ বিষয়টি ধরা পড়ার পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, ভ্রমণকারীরা বিমানবন্দরে ইমিগ্রেশন ও অন্য আইন প্রয়োগকারী কর্মকর্তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এর ফলে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা ও সার্বভৌমত্বকে খর্ব করা হয়েছে।
এখন থেকে বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নিয়মনীতি কঠোর করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব মানুষ দক্ষিণ আফ্রিকার সিস্টেমকে অবহেলা করবে তাদেরকে থামানোর জন্য কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক ডিপার্টমেন্ট এ বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানকে অবহিত করেছে বলে জানিয়েছেন মন্ত্রী।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More