বাংলাদেশিসহ প্রবাসীদের ‘থ্যাংক ইউ মানি’ দিল অস্ট্রেলিয়া সরকার

নিউজ ডেস্ক:
বাংলাদেশিসহ প্রবাসীদের ‘থ্যাংক ইউ মানি’ দিল অস্ট্রেলিয়া সরকার।
বাংলাদেশিসহ অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ’র হেলথ কেয়ার ষ্টাফদের ‘থ্যাংক ইউ মানি’ দিয়েছেন দেশটির সরকার। করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা দেওয়ায় বেশকিছু স্বাস্থ্যকর্মীকে পুরস্কার স্বরুপ এ অর্থ দেয়া হয়েছে।
জানা গেছে, এনএসডব্লিউ স্বাস্থ্যকর্মীদের প্রত্যেককে ৩ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারী, মেডিকেল অফিসার ও কিছু এজেন্সি নার্স এই থ্যাংক ইউ মানি পাবেন। তবে সিনিয়র এক্সিকিউটিভ সার্ভিস ও হেলথ এক্সিকিউটিভ কর্মীরা এই অর্থ পাবেন না। এ অর্থ পাওয়ার জন্য অবশ্যই একজন স্বাস্থ্যকর্মীকে চলতি বছরের ১ এপ্রিল থেকে চাকরিতে নিযুক্ত থাকতে হবে।
অস্ট্রেলিয়ান সরকারের দেওয়া থ্যাংক ইউ মানি পাওয়া স্বাস্থ্যকর্মীদের একজন সৈয়দ রাসেল। তিনি বলেন, ‘সরকারের এ পদক্ষেপটা ভালো ছিল। কিন্তু প্রায় অর্ধেক টাকাই সরকার নিয়ে নিয়েছে। যেমন সুপারনিয়েশনে ৩০০ ডলার এবং কর বাবদ ১০০০ ডলার কেটে নিয়েছে সরকার। অর্থাৎ আমরা হাতে পেয়েছি মাত্র ১৭০০ ডলার। এটা আমাদের কাম্য ছিল না।’
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More