পেনসিলভেনিয়ায় সন্তানদের সাফল্য: গর্বিত বাংলাদেশি মা-বাবা
বিদেশবার্তা২৪ ডেস্ক:
পেনসিলভেনিয়ায় সন্তানদের সাফল্য: গর্বিত বাংলাদেশি মা-বাবা।
গত কয়েকদিনে বেশ কিছু ফোন কল পেয়েছি যা শুধু সুসংবাদ।কলগুলো ছিলো বেশীর ভাগই পিতা/মাতাদের পক্ষ থেকে যে, আমার ছেলে অথবা মেয়ে যেমন, UPenn ৩জন, Drexel ২৪ জন, Villanova ২ জন, Jefferson ২ জন, Pittsburgh ১ জন, Penn State ৪২ জন, Temple ৮৮ জন, Princeton ১ জন, Carnegie Mellon ১ জন, University of Delaware ২ জন সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের টিউশনি ফ্রী পুরোটাই স্কলারশিপ পেয়েছে। আসছে সেপ্টেম্বর থেকে তাদের ক্লাস শুরু হতে যাচ্ছে।
তাদের সবার প্রতি রইলো আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সংবাদগুলোর জন্য আমি সত্যিই আনন্দিত।
পেনসিলভেনিয়ায় আমরা যারা বসবাস করছি এদের মধ্য ৬০% লোক প্রথম জেনারেশন, ২৫% দ্বিতিয় জেনারেশন এবং বাকী ১৫% তৃতীয় জেনারেশনের।
সেই ক্ষেএে এই ছেলে/মেয়েগুলো বেশীর ভাগই দ্বিতিয় জেনারেশনের অন্তরভূক্ত।এই কারনেই আমি বেশী আনন্দিত আমাদের প্রথম জেনারেশনের ছেলে/মেয়েরা ভালো করছেন। আমি মনে করি আমরা যদি ছেলে/মেয়েদের জন্য কিছুটা সময় দেই তাহলে তারা আমাদের জন্য সব সময়ই ভালো সংবাদ বহন করে নিয়ে আসবেন। আমাদের সকলের পক্ষ থেকে ভর্তিকৃত ছাএ/ছাএী এবং তাদের পিতা/মাতাদের জন্য রইলো অভিনন্দন এবং শুভেচ্ছা।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More