কাতার যাওয়া হলো না বড়লেখার হাদিউল হকের

নিউজ ডেস্ক:
গোলাপগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাদিউল হক (৪৮) নামে এক বিদেশ যাত্রী নিহত হয়েছে। নিহত হাদিউল বড়লেখা উপজেলার ফকিরের বাজার পাকশাইল গ্রামের এমদাদুল হকের ছেলে। তিনি কাতার প্রবাসী। ছুটি কাটিয়ে কাতার যাওয়ার উদ্দেশ্যে বড়লেখা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন হাদিউল।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর নাম স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হাদিউলদের বহনকারী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের নিহত হন হাদিউল হক। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More