Main Menu

গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:
গোলাপগঞ্জে ফজলে রাব্বি (১৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফজলে রাব্বি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসকারী সোনাহর আলী কছিরের ছেলে।

রোববার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত ফজলে রাব্বি পেশায় একজন দিনমজুর। এরআগে সে সুনামপুর এলাকায় চায়ের ব্যবসা করতো। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যা রাতে ঘুরাফেরার জন্য বাড়ি থেকে বের হয় সে।ওইদিন গভীররাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী সংলগ্ন একটি দোকানের বারান্দা টহলরত পুলিশ তার ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে প্রাথমিক সুরহতাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *