আগামী সেপ্টেম্বর ২০২২ হতে গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করণ গ্রিক সরকার ঘোষিত একটি অনলাইন প্লাটফর্মে শুরু হবে। এই অনলাইন প্লাটফর্মে আবেদনের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিককে দূতাবাসে নাম নিবন্ধন করতে হবে। এবং নিজ নিজ পাসপোর্টের অনুলিপি দূতাবাস হতে সত্যায়িত করতে হবে। আগামী সেপ্টেম্বর মাসে নিয়মিত হতে ইচ্ছুক সকলকে
১) দুই বছরের বেশি মেয়াদ সম্পন্ন পাসপোর্ট
২) নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর,
৩) সক্রিয় ইমেইল আইডি এবং
৪) ৯ ফেব্রুয়ারি ২০২২ এর আগে গ্রিসে অবস্থানের প্রমাণসহ অতিসত্ত্বর দূতাবাসে এসে তাদের নাম নিবন্ধন ও পাসপোর্ট সত্যায়িত করার অনুরোধ জানানো যাচ্ছে।
বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত হওয়ার জন্য ২ বছরের বেশি মেয়াদ সম্পন্ন পাসপোর্ট, ৯ ফেব্রুয়ারি ২০২২ এর পূর্বে গ্রিসে আসার প্রমাণ এবং সম্ভাব্য চাকরিদাতা কর্তৃক gov.gr (online) প্লাটফর্মের মাধ্যমে প্রদত্ত চাকরির নিশ্চয়তা পত্র ছাড়াও অনলাইন আবেদনের পূর্বে নির্ধারিত ফি (প্রসেসিং ফি ৭৫ ইউরো এবং রেসিডেন্সি ফি ১৬ ইউরো) প্রদান, দূতাবাস হতে পাসপোর্টের সত্যায়িত কপি সংগ্রহ এবং দূতাবাসে বাধ্যতামূলক নাম নিবন্ধন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বিস্তারিত: