গ্রিসে কর্মস্থলে লোহার গেট চাপা পড়ে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক:
গ্রিসে লোহার গেট চাপা পড়ে আলী হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১ আগস্ট) সকালে এথেন্স থেকে ৮৩ কিলোমিটার দূরে কোরিন্থসের ইস্তিমু এলাকায় কারখানায় কাজ করার সময় লোহার গেটে চাপা পড়লে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার কারখানায় বড় লোহার গেট তৈরির কাজ করছিলেন আলী হোসেন। এসময় হঠাৎ তার ওপর পড়ে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। আলী হোসেন দেড় বছর আগে ইরাক থেকে তুরস্ক হয়ে গ্রিসে আসেন।
আলী হোসেনের এক মামাতো ভাই আব্দুল হাকিম জানান, এ খবর পাওয়ার পর বাংলাদেশে আলী হোসেনের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছে আলী হোসেনের পরিবার।
আলী হোসেনের বাবার নাম নূর আলম চৌধুরী ও মা রাহিমা বিবি। ১৯৮৯ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার এখলাসপুর গ্রামে জন্ম নেন আলী হোসেন। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More