লেবাননে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত প্রবাসীদের সতর্ক করল দূতাবাস
নিউজ ডেস্ক:
লেবাননপ্রবাসী কিছু বাংলাদেশির অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের সতর্ক করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
ভবিষ্যৎ এ ধরনের কোনও অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেবে দূতাবাস।
মঙ্গলবার (২ আগস্ট) লেবাননের বৈরুত দূতাবাস এ বিষয়ে একটি সতর্কতাবার্তা প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, লেবাননে বসবাসরত কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকাসহ গণ-উপদ্রব সৃষ্টির অভিযোগ পাওয়া যাচ্ছে। হাইছিলুম, আশরাফিয়ে, মুকাল্লেস, মনসুরিয়ে ও কর্মজয়তুন এলাকায় কতিপয় প্রবাসী জুয়ার আসর বসান মর্মে অভিযোগ পাওয়া গেছে। দাওড়াতে প্রবাসীদের মধ্যে মারামারির অভিযোগ পাওয়া গেছে। কতিপয় প্রবাসীর বিরুদ্ধে নাইট ক্লাবে অসামাজিক কর্মকাণ্ড করারও অভিযোগ পাওয়া গেছে। কিছুদিন আগে একটি অপহরণের অভিযোগও পাওয়া গেছে।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদেরকে সতর্ক করা হচ্ছে। ভবিষ্যৎ এ ধরনের কোনও অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More