ওমানে সড়ক দুর্ঘটনা বাংলাদেশি নিহত, আইসিউতে আরও একজন

নিউজ ডেস্ক:
ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ খোরশেদ আলম (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন তার নাম মুহাম্মদ সুমন।
সোমবার (১ আগস্ট) ওমানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ ওমান রয়েল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, নিহত খোরশেদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব গুমানমর্দ্দনে। তার বাবার নাম মুহাম্মদ শাহ আলম।
আর আহত সুমনের বাড়ি ফটিকছড়ি উপজেলার দক্ষিণ ছাদেক নগর এলাকায়। সুমনের অবস্থা গুরুতর হওয়ায় ওমানের সুলতান কাবুস ইউনিভার্সিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসা চলছে।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ওমানের রিচেল ইন্ডাস্ট্রি এরিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন। ওমান রাইস ভেজিটেবল মার্কেটে কাজ করতেন খোরশেদ।
এদিকে এক বাংলাদেশি নিহত ও অপর একজন আহতের ঘটনায় দেশটির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More