৩ মাসের ভিসা পাবেন ওমরাহযাত্রীরা

নিউজ ডেস্ক:
শুরু হয়েছে ওমরাহর মৌসুম। শনিবার সৌদি আরবে যাবেন বিদেশি ওমরাহযাত্রীদের প্রথম দল।
ওমরাহ উপলক্ষে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে ভিসা দেয়া শুরু করেছে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী, এ বছর প্রথমবারের মতো তিন মাসের জন্য ভিসা পাবেন ওমরাহযাত্রীরা।
সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, ৯০ দিনের ভিসা দিয়ে সৌদি আরবের সব অঞ্চল ঘুরে দেখতে পারবেন ওমরাহ করতে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়া লোকজন।
দেশটির হজ ও ওমরাহ কার্যক্রম সংক্রান্ত জাতীয় কমিটির উপপ্রধান হানি আল-আমিরি বলেন, চলতি মৌসুমে ওমরাহযাত্রীদের বরণে প্রস্তুত স্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠানগুলো।
তিনি জানান, ওমরাহযাত্রীদের নানা ধরনের সহায়তা দেবে এ কাজে সক্ষম পাঁচ শতাধিক কোম্পানি ও প্রতিষ্ঠান।
আল-আমিরি আরও জানান, কমিটির কাজ হলো হজ ও ওমরাহ খাত এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা। একই সঙ্গে সম্ভাব্য সমস্যার বিষয়ে বিভিন্ন সমাধান ও সুপারিশ করবে কমিটি।
Related News

মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More

যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More