মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতের যুদ্ধবিমান, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের একটি যুদ্ধবিমান মাঝ আকাশে আকস্মিকভাবে ভেঙে পড়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় এ দুর্ঘটনা ঘটে। বারমারের জেলা প্রশাসক লোক বান্দু সংবাদমাধ্যম পিটিআই-কে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন,জেলার ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। বিমানটিতে থাকা পাইলটদের শরীর ছিন্ন বিছিন্ন হয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিমান বাহিনীর কর্মকর্তারা। হাজির হয় উদ্ধারকারী দল। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিশেষ প্রশিক্ষণের অংশ হিসেবে রাতের আকাশে উড্ডয়ন করেছিল যুদ্ধবিমানটি।
বিষয়টি নিয়ে বিমান বাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘রাজস্থানের বারমারের কাছে বিমান বাহিনীর মিগ -২১ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই বিমানযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।’
Related News

ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More

ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More