দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে ২ বাংলাদেশিকে গুলি-কুপিয়ে হত্যা
নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে দুই বাংলাদেশিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। নিহতরা হলেন আরিফ হোসেন (২২) ও মো. শুভ (২৪)।
আরিফ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দক্ষিণ-পশ্চিম বদরপুর গ্রামের মহিন উদ্দিনের ছেলে। শুভ পোরকরা গ্রামের আবদুল লতিফের ছেলে।
রোববার (২৪ জুলাই) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন নিহতদের পরিবার। শনিবার (২৩ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরে তাদের হত্যা করা হয়।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী শামসুল আলম রবিনের বরাত দিয়ে নিহতদের পরিবার জানায়, আরিফ ও শুভ দক্ষিণ আফ্রিকার ব্রাকফান শহরের এক বাংলাদেশির দোকানে কাজ করতো। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে দুই জন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাদের দোকানে প্রবেশ করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা শুভকে গুলি করে এবং আরিফসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও আরিফকে মৃত ঘোষণা করেন।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More