ট্রাকচাপায় প্রাণ গেল স্পেন প্রবাসীর
![](https://bideshbarta24.com/wp-content/uploads/2021/12/sorok.jpg)
নিউজ ডেস্ক:
গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় আলাল সরকার নামের এক স্পেন প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার (২০ জুলাই) বিকেল ৪টায় টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী আঞ্চলিক সড়কের শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাল সরকার (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হরিকান্দি গ্রামের মৃত লিচু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আলাল দীর্ঘ নয় বছর ধরে স্পেনে বসবাস করেন। সম্প্রতি ঈদে ছুটি নিয়ে দেশে আসেন। তার স্ত্রী ও দুই ছেলে দেশে বসবাস করে। বুধবার বিকেলে আলাল মোটরসাইকেলযোগে টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিলমুন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে টঙ্গীগামী একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলচালককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলাল।
স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আলালের মৃত্যুতে স্পেনে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
![](https://bideshbarta24.com/wp-content/uploads/2024/12/কুয়েত-থেকে-লাশ-হয়ে-ফিরল-শালা-দুলাভাইের-নিথর-দেহ-400x200.jpg)
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
![](https://bideshbarta24.com/wp-content/uploads/2023/04/mrittu-400x200.jpg)
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More