রোমানিয়ায় পাঠানোর কথা বলে ৩ কোটি টাকা আত্মসাৎ

নিউজ ডেস্ক:
রোমানিয়া পাঠানোর নাম করে ৩০০ ব্যক্তির কাছ থেকে ৫ থেকে ৭ লাখ টাকা নেয়া হয়েছিল। তাদের বলা হতো অমুক তারিখে ফ্লাইট দেয়া হবে। কিন্তু সেই তারিখে গেলে ঘোরানো হতো। এভাবে গড়ে একেকজন লাখ টাকারও উপরে দিয়েছে। গত দুই বছর থেকে এসব মানুষকে রোমানিয়া পাঠানোর বারবার টাকা নেয়া হচ্ছিল। কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দেয় ভুক্তভোগীদের মাঝে। বিদেশ যাওয়ার জন্য তাদেরকে দেয়া বিএমইটি কার্ড যাচাই করতে গিয়ে দেখা গেছে, সব কার্ড ভুয়া।
এভাবে গত দুই বছর থেকে ৩০০ ব্যক্তিকে রোমানিয়া পাঠানোর প্রতারণা করে আসছিল আবুল কালাম (৪২)। কিন্তু ভুক্তভোগীরা তার দেয়া ভুয়া বিএমইটি কার্ড যাচাই করতে বেরিয়ে আসে আসল রহস্য।
তবে রক্ষা হয়নি প্রতারক আবুল কালামের। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর পল্টন এলাকার একটি অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
আবুল কালাম শুধু রোমানিয়া নয়, এভাবে বিভিন্ন ব্যক্তিকে বিদেশে পাচার করেছে। যা তাকে গ্রেফতারের পর বেরিয়ে আসতে শুরু করেছে। তাকে গ্রেফতারের সময় ১৪ টি পাসপোর্ট, নকল বিএমইটি কার্ড ৬ টি, আর্থিক লেনদেনের বিভিন্ন লেজার, রেজিস্টার এবং ডায়েরি উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. ক. আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, আবুল কালাম চক্র মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে জনশক্তি প্রেরণের প্রলোভন দেখিয়ে বিদেশ গমনে ইচ্ছুক বেকার যুবক-যুবতিদের কাছ থেকে ৫ হতে ৭ লাখ টাকা করে হাতিয়ে নিয়ে ভূয়া ভিসা এবং নকল বিএমইটিকার্ড ভুক্তভোগীদের হাতে ধরিয়ে দিতো। ভুক্তভোগীরা সেই ভিসা এবং নকল বিএমইটিকার্ড নিয়ে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ভিসা এবং বিএমইটিকার্ড নকল হওয়ায় বিমানবন্দর হতে ফিরিয়ে দেন। ভুক্তভোগীরা এবিষয়ে প্রতিকার চাইলে আবুল কালাম তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। গত ৩ বছরে এই চক্র অবৈধভাবে অর্ধ-শতাধিক লোককে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রেরণ করে। যারা বিদেশ গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করছে।
অন্যদিকে এই চক্র তিন শতাধিক লোককে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে জনশক্তি প্রেরণের প্রলোভন দেখিয়ে জনপ্রতি ৫ হতে ৭ লাখ টাকা করে হাতিয়ে নিয়ে ভূয়া ভিসা এবং জাল বিএমইটিকার্ড সরবরাহ করে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More