হবিগঞ্জে নৌকাডুবিতে চার নারীর মৃত্যু
নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বাহুবলে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৪ নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জুলাই) রাত সাড়েআটটার দিকে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দূর্ঘটনাটি ঘটে।
বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার পর ৬ জন নারী ও দুইজন পুরুষ ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা করে আত্মীয়ের বাড়ি বাহুবলের স্নানঘাট থেকে নিজ বাড়ি শিখারপুর ফিরছিলেন। গুঙ্গিয়াজুড়ি হাওরে পৌঁছার পর ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এতে দুই পুরুষ ও দুই নারী সাতরে তীরে ওঠলেও বাকি চার নারী ডুবে যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা সবাই হবিগঞ্জ সদর উপজেলার শিখারপুর গ্রামের বাসিন্দা।
এএসপি আবুল খয়ের বলেন,‘ আমরা এখনও ঘটনাস্থলে পৌঁছাইনি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানানো যাবে।’
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More