মাধবপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে আরিফ (১৯) ও পরাশ উদ্দিনের ছেলে লিটন (২০)। দুর্ঘটনায় রনি নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের রতনপুর ওভারব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে তিন যুবক মহাসড়কের ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপরজন গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
তিনি জানান, গুরুতর আহত অবস্থায় রনি নামের এক যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More