আবার ৫০ পয়সা কমল টাকার মান
নিউজ ডেস্ক:
মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার প্রতি ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ৯৩ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম ডলার-টাকার এই নতুন বিনিময় হারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। নতুন দামে ডলার বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।
জানা গেছে, ৫০ পয়সা বাড়িয়ে নতুন দামে ব্যাংকগুলোর কাছে ৭ কোটি ৯০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
গত তিন মাসে টাকার মান কমে অর্থা’ ডলারের দাম বেড়ে কয়েক দফা বেড়ে ৮৬ টাকা থেকে বেড়ে ৯৩ টাকা ৯৫ পয়সায় উঠেছে।
এর আগে গত ২৮ জুন সর্বশেষ টাকার মান কমায় বাংলাদেশ ব্যাংক। সেবার প্রতি ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়। এতে প্রতি ডলারের দাম ৯২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৯৩ টাকা ৪৫ পয়সা হয়। আজ আরও ৫০ পয়সা বেড়ে ডলারের দাম দাঁড়াল ৯৩ টাকা ৯৫ পয়সা।
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More