একমাস পর বিএম ডিপো থেকে আরও একজনের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার একমাস পর সেখান থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাওয়া একটি শেডের দেওয়াল অপসারণের সময় মরদেহটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।
জানা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি শেডের দেয়াল অপসারণের সময় নিচে চাপা পড়া অবস্থায় কিছু হাড়গোড় দেখতে পায় ডিপোর লোকজন। এ সময় তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
উল্লেখ্য, গত ৫ জুন রাত সোয়া ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দু-একের মাথায় রাসায়নিকের কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ওই ডিপো থেকে ৪৮ জনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। আজ উদ্ধার হলো আরও একজনের মরদেহ। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More