শনিবার সিলেটের যে যে এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে না
নিউজ ডেস্ক:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ নিয়ন্ত্রণাধীন ৩৩ কেভি উপশহর ও ৩৩ কেভি এমসি কলেজ ফিডারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (২ জুলাই) ৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।
শুক্রবার (১ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিম্নোক্ত এলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর সংশ্লিষ্ট কতৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজার, রায়নগর, রাজবাড়ী, নাইরপুল, হাফিজ কমপ্লেক্স, চারাদিঘীরপার, ধোপাদিঘীর পাড়, বালুচর, উপশহর, সোনারপাড়া, শিবগঞ্জ, টিলাগড়, শাপলাবাগ, সোবহানিঘাট, কালিঘাট, মেন্দিবাগ, শাহপরান থানা, মুরাদপুর, কুমারপাড়াসহ এর আশপাশ এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিম্নোক্ত এলাকাসমূহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, নিরাপত্তার স্বার্থে উক্ত শাট-ডাউনের সময় লাইন চালু বলে গন্য হইবে। সম্মানিত গ্রাহকগণের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More