প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মেরামত হচ্ছে বিমানবন্দর সড়ক
নিউজ ডেস্ক:
দীর্ঘদিন থেকে সিলেট নগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়কটি খানাখন্দে ভরপুর ছিল। ভোগান্তি নিয়ে মানুষ চলাফেরা করলেও টনক নড়েনি সড়ক ও জনপদ বিভাগের (সওজ)।
এদিকে পাহাড়ি ঢল আর বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে নগরীসহ সওজের আওতাধীন সিলেটের সড়কগুলো।
এই অবস্থায় মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এসএসএফ এর একটি দল গাড়ি নিয়ে সিলেটে পৌঁছার পর পরই সিলেট ওসমানী বিমানবন্দর পরিদর্শন করে।
এরপর বিকেলের দিকে সওজের লোকজন আম্বরখানা-বিমানবন্দর সড়কিট সংস্কারে হাত দেন। এছাড়া বিমানবন্দর সড়কে বন্যায় ধসে পড়া টিলার ঝুঁকিপূর্ণ গাছ কাটতে দেখা গেছে।
এ বিষয়ে সওজের নির্বাহি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, বিমানবন্দর সড়কটিতে কিছু ভাঙা ছিলো সেগুলো মেরামত করা হচ্ছে।
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More