হবিগঞ্জে দুই ভাইসহ ৪ গরু চোর আটক
নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই ভাইসহ ৪ গরু চোরকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে একটি চুরি করে নিয়ে যাওয়া একটি গরু।
মঙ্গলবার দুপুরে আটককৃত ৪ গরু চোরের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যকে করাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন।
তিনি জানান, সোমবার বিকেলে বানিয়াচং থানাধীন ৪নং ইউনিয়নের অন্তর্গত নতুন বাজার টু শিবপাশা রাস্তার কুন্ডুরপার এলাকার পার্শ্ববর্তী একটি মাঠ থেকে সাদা রংয়ের একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল। এসময় স্থানীয়রা বিষয়টি আচ করতে পরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গরুসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হল, উপজেলার ভাদাউড়ী গ্রামের নুরুল ইসলামের পুত্র মিছু মিয়া (৩২) ও তার ভাই সজিব মিয়া (২৪), একই গ্রামের আব্দুন নুর মিয়ার পুত্র সামায়ুন মিয়া (২২) ও নন্দীপাড়া মহল্লার আব্দুল মতিনের পুত্র মোয়াজ্জল মিয়া (২৬)।
ওসি জানান, চোরসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More