সিলেট-সুনামগঞ্জে উদ্ধারকাজে নিয়োজিত সেনা কর্মকর্তাদের মোবাইল নাম্বার
নিউজ ডেস্ক:
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট ও সুনামগঞ্জ। বানভাসি মানুষেরা অন্তহীন দুর্ভোগ পোহাচ্ছেন। নৌকা ও যোগাযোগের অভাবে প্লাবিত এলাকা ছেড়ে আসতেও পারছেন না। রয়েছে খাদ্যসঙ্কটও।
এ অবস্থায় পানিবন্দি মানুষদের উদ্ধার ও দুর্যোগে সহায়তা প্রদানের লক্ষে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) দুপুরে দুর্গত এলাকার মানুষদের উদ্ধারে কাজ শুরু করে সেনাবাহিনী। শুধু সিলেটেই নয়, একই সাথে ওই বিশাল টিম সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষদেরও পাশে দাঁড়িয়েছে।
এদিকে, বানভাসি মানুষের প্রয়োজনে দুর্গত উপজেলাগুলোতে উদ্ধারকাজে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত টিম লিডারদের নাম ও মোবাইল নাম্বার তুলে ধরেছে র্যাব-৯।
উদ্ধারকাজের দায়িত্বপ্রাপ্ত টিম লিডারগণ হলেন-
মেজর আশিক, দিরাই-জামালগঞ্জ, সুনামগঞ্জ। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯০০৮৭৩৬।
মেজর আশাবুর, ছাতক-দোয়ারাবাজার, সুনামগঞ্জ। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১৭২৪৫৪।
মেজর মোক্তাদির, কুমারগাঁও পাওয়ার স্টেশন, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১১২৫৫৬।
ক্যাপ্টেন মারুফ, কোম্পানীগঞ্জ, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯০০৯৩৮২।
ক্যাপ্টেন আশরাফ, গোয়াইনঘাট, সিলেট। মোবাইল নাম্বারঃ ০১৭৬৯১৭২৫৬৪।
ক্যাপ্টেন ফয়সাল, সিলেট সদর উপজেলা। মোবাইল নাম্বারঃ ০১৬২৬২৯১৫৭৭।
বানভাসি মানুষদের যেকোনো প্রয়োজনে উল্লেখিত নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More