আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

প্রবাস ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ এরশাদ হোসেন (২১) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মাত্র ছয় দিন আগেই এরশাদ আমিরাতে আসেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়ায়।
গত রোববার (৫ জুন) বিকেলে আমিরাতের সারজাহ এলাকায় দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুবাই আল কাসমিয়া হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা ও নিহতের বোন পপি আক্তার জানান, দীর্ঘদিন ধরে দেশে চাকরি খুঁজছিলেন এরশাদ। চাকরি না পেয়ে হতাশ হয়ে একপর্যায়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে কিস্তিতে টাকা ধার করে গত (৩০ মে) আমিরাতে পাড়ি জমান।
এরশাদ হোসেন বুড়িচং ফজলুল রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে এইচ এস সি পাস করেছেন। তার একটি ভাই ও একটি বোন রয়েছে।
এদিকে এরশাদের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে। মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন পরিবার।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More