Main Menu

অবশেষে সীমান্তের বেড়া সরাচ্ছে স্লোভেনিয়া

নিউজ ডেস্ক:
চলতি বছরের মধ্যে ক্রোয়েশিয়া সীমান্তে স্থাপিত বেড়া তুলে দেওয়ার কথা জানিয়েছে স্লোভেনিয়ায় ক্ষমতায় আসা নতুন সরকার৷ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে সরকারের এই পরিকল্পনারর কথা জানায়৷

২০১৫ সালে ক্রোয়েশিয়া সীমান্তে দুইশ কিলোমিটার দীর্ঘ বেড়া স্থাপন করে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া৷ তখন বিশেষ করে সিরিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীরা বলকান রুটের এই পথ ধরে স্লোভেনিয়া হয়ে ক্রোয়েশিয়া পাড়ি দিয়ে পশ্চিম ইউরোপের দেশ জার্মানি, ইটালি ও ফ্রান্সে প্রবেশ করার চেষ্টা করছিলেন৷

কিন্তু বেড়া থাকায় অভিবাসনপ্রত্যাশীরা সেসময় তা ডিঙিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন৷ ধারালো কাঁটাতারের বেড়া ডিঙাতে গিয়ে অনেক অভিবাসনপ্রত্যাশী আহত হয়েছিলেন বলে গণমাধ্যমের খবরে জানা যায়৷ এমন পরিস্থিতিতে সমালোচনার মুখে পড়ে স্লোভেনিয়া সরকার৷

অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের সাথে নানা ধরনের অবন্ধুসুলভ আচরণের জন্য বেশ কয়েক বছর ধরেই সমালোচনার মুখে স্লোভনিয়া৷

শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, সীমান্তে অভিবাসীদের পুশব্যাক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করে স্লোভেনিয়া পুলিশ৷

এমন পরিস্থিতিতে এক সপ্তাহ আগে ক্ষমতায় আসা রবার্ট গোলোবের উদারপন্থী বামপন্থি দল ফ্রিডম মুভমেন্ট সীমান্তের বেড়া তুলে দেওয়ার এই সিদ্ধান্ত জানায়৷

উল্লেখ্যে, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা বলকান রুট ধরে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷

বলকান রুটের এই দেশগুলো হয়ে অনেক বাংলাদেশিও ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন বলে জানা গেছে৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *