অবশেষে সীমান্তের বেড়া সরাচ্ছে স্লোভেনিয়া
নিউজ ডেস্ক:
চলতি বছরের মধ্যে ক্রোয়েশিয়া সীমান্তে স্থাপিত বেড়া তুলে দেওয়ার কথা জানিয়েছে স্লোভেনিয়ায় ক্ষমতায় আসা নতুন সরকার৷ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যমকে সরকারের এই পরিকল্পনারর কথা জানায়৷
২০১৫ সালে ক্রোয়েশিয়া সীমান্তে দুইশ কিলোমিটার দীর্ঘ বেড়া স্থাপন করে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া৷ তখন বিশেষ করে সিরিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীরা বলকান রুটের এই পথ ধরে স্লোভেনিয়া হয়ে ক্রোয়েশিয়া পাড়ি দিয়ে পশ্চিম ইউরোপের দেশ জার্মানি, ইটালি ও ফ্রান্সে প্রবেশ করার চেষ্টা করছিলেন৷
কিন্তু বেড়া থাকায় অভিবাসনপ্রত্যাশীরা সেসময় তা ডিঙিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন৷ ধারালো কাঁটাতারের বেড়া ডিঙাতে গিয়ে অনেক অভিবাসনপ্রত্যাশী আহত হয়েছিলেন বলে গণমাধ্যমের খবরে জানা যায়৷ এমন পরিস্থিতিতে সমালোচনার মুখে পড়ে স্লোভেনিয়া সরকার৷
অবশ্য অভিবাসনপ্রত্যাশীদের সাথে নানা ধরনের অবন্ধুসুলভ আচরণের জন্য বেশ কয়েক বছর ধরেই সমালোচনার মুখে স্লোভনিয়া৷
শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, সীমান্তে অভিবাসীদের পুশব্যাক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করে স্লোভেনিয়া পুলিশ৷
এমন পরিস্থিতিতে এক সপ্তাহ আগে ক্ষমতায় আসা রবার্ট গোলোবের উদারপন্থী বামপন্থি দল ফ্রিডম মুভমেন্ট সীমান্তের বেড়া তুলে দেওয়ার এই সিদ্ধান্ত জানায়৷
উল্লেখ্যে, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা বলকান রুট ধরে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷
বলকান রুটের এই দেশগুলো হয়ে অনেক বাংলাদেশিও ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন বলে জানা গেছে৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More