মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে উত্তাল গোলাপগঞ্জ

স্টাফ রিপোর্ট:
সিলেটের গোলাপগঞ্জে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশাকে (রা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়।মানববন্ধনে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌর শহরের চৌমুহণীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপান গোলাপগঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দারুল উলুম দাড়িপান গোলাপগঞ্জ এর মুহতামিম মাওলানা ইকবাল হোসেইন।
বক্তব্য রাখেন মাও. শেখ ওয়ারিছ উদ্দিন, কাউন্সিল রুহিন আহমদ খান, আব্দুল লতিফ সরকার, সিরাজুল ইসলাম, বদর উদ্দিন আহমদ টুনু মিয়া।
মিছিলে ‘আমার নবীর অপমান সইবেনারে মুসলমান, শাহজালালের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গোটা এলাকা। মানববন্ধনে প্রায় হাজারো জনতার সমাগম ঘটে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More