দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাজনপুর গ্রামের সুন্দর আলীর পুত্র।
শুক্রবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে নিহত আল আমিন রাজনপুর জামে মসজিদ সংলগ্ন সুরমা নদীতে গোসল করে বাড়িতে যাওয়ার পথে দোহালিয়া বাজারের পাবলিক টয়লেটের পানির মটরের বৌদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে আহত হয়। তাৎক্ষণিক ভাবে নামাজরত মুসল্লি ও স্বজনরা তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত আল আমিনের পিতা সুন্দর আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More