ট্রাক-বাস-থ্রি হুইলারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬
বিদেশবার্তা২৪ ডেস্ক:
রাজবাড়ীর কালুখালীর চাঁদপুর ফায়ার সার্ভিসের সামনের সড়কে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে প্রাইভেট কার ও থ্রি-হুইলারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই থ্রি হুইলারের যাত্রী বলে জানা গেছে।
উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে আসা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান জানান, কালুখালীর নতুন ফায়ার স্টেশনের কাছে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। তিনজন স্পটেই মারা গেছে। চারজনকে আহত অবস্থায় কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আরও তিনজন মারা গেছে। বাকি একজন সেখানে ভর্তি আছে। সুত্র: মানবজমিন।
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More