দোয়ারাবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে সোহান (৬) ও আফরোজা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শিশু সোহান সুনামগজ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ফরিদ আলী ছেলে । আর আফরোজা একই ইউনিয়নের বাঁশতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (৩১ মে) সোহান অনুমান ১২টার দিকে তার মায়ের সঙ্গে নানার বাড়ী বাঁশতলা গ্রামের আহম্মদ আলীর বাড়িতে বেড়াতে আসে। দু’জনে পরস্পরের মামাতো ও ফুফাতো ভাই বোন।
তারা অনুমান বিকাল ৪টার দিকে বাড়ির উঠানে খেলছিল। বিকাল ৫টার দিকে সোহান ও আফরোজাকে পরিবারের লোকজন খোঁজাখুজি করে বাড়ির লোকজন বসত ঘর সংলগ্ন পূর্বদিকের পুকুরে শিশু দু’টির ভাসমান লাশ দেখতে পেয়ে পান। সবার অগোচরে পুকুরে সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।
দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় পরিবার-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় লাশ দুটি উদ্ধার করে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More