তেল বহনকারী কনটেইনারে ছিদ্র, সয়াবিন তেল নিতে কাড়াকাড়ি

নিউজ ডেস্ক:
কুমিল্লায় সয়াবিন তেল বহনকারী একটি কনটেইনারে ছিদ্র দেখা দেয়। তা থেকে গড়িয়ে পড়া তেল সংগ্রহ করেন স্থানীয়রা। এ সময় তাদের মধ্যে হুড়োহুড়ি ও কাড়াকাড়ি দেখা দেয়।
রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ইলিয়টগঞ্জ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম।
জানা গেছে, তেল পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় অন্তত সাতজন মোটরসাইকেল আরোহী সড়কে পড়ে যান। তাদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, কনটেইনারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা অংশে এলে তাতে ছিদ্র দেখা যায়। ছিদ্র দিয়ে সয়াবিন তেল গড়িয়ে পড়তে থাকে। এভাবেই কনটেইনারটি ছয় থেকে সাত কিলোমিটার চলে। কুরছাপ এলাকায় গিয়ে চালক বিষয়টি বিষয়টি বুঝতে পেরে গাড়ি দাঁড় করান।
তেল পড়তে দেখে ততক্ষণে স্থানীয় শতাধিক লোকজন তেলবাহী কনটেইনারের পিছু নেন। থামার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়েন। কনটেইনার থেকে পড়া তেল কলসি, বালতি, বোল ও বোতলে করে অনেকে নিয়ে যান। তেল সংগ্রহে তাদের হুড়োহুড়ি ও কাড়াকাড়ি করতে দেখা যায়। অনেককে মহাসড়ক থেকে কাপড়, হাত ও বিভিন্নভাবে মুছেও তেল সংগ্রহ করতে দেখা যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, তেলবাহী কনটেইনারে লিকেজ দেখা দেয়। চালক ও হেলপার কনটেইনার মহাসড়কের পাশে রেখে পালিয়ে যান।
তিনি বলেন, কনটেইনার থেকে পড়া তেল স্থানীয়রা বিভিন্নভাবে নিয়ে যান। আমরা খবর পেয়ে তেলের মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। তারা কনটেইনারটি থেকে তেল নেওয়ার ব্যবস্থা করছেন।
Related News

জৈন্তাপুরে আওয়ামীলীগ নেতা আবদুল হান্নানের হুংকারঃ নেত্রী আসবেন; আপনারা আমাদের কথামত চলেন।
মিডিয়া ডেস্কঃ স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আওয়ামীলীগ নেতা আবদুল হান্নান আওয়ামীলীগেরRead More

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালRead More