Main Menu

হবিগঞ্জে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে আগুণ নিয়ন্ত্রণে এসেছে। রোববার দুপুর ১২ টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুণ নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি। তিনি জানান, বিদুৎ কেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তের পর জানা যাবে।

তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনায় কেউ তেমন গুরুতর আহত হয়নি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব না।

এদিকে আগুন লাগার পরপরই বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে ভিড় জমায় উৎসুক জনতা। এসময় আইনশৃংখলা বাহিনীকে তাদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *