Main Menu

হজ ফ্লাইট শুরু ৫ জুন

নিউজ ডেস্ক:
হজ পালনে বাংলাদেশের ৫৭ হাজার মুসলমান নাগরিকের সৌদি আরব যাত্রা শুরু হচ্ছে আগামী ৫ জুন। জুলাইয়ের প্রথম ভাগে সৌদি আরবে অনুষ্ঠিত হবে হজ। করোনাভাইরাসের কারণে দুই বছর পর এবারে বিদেশিরা হজে যেতে পারছেন।

বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু কথা ছিল ৩১ মে। কিন্তু সৌদি আরবে প্রস্তুতি শেষ না হওয়ায় ৫ জুন শুরু হবে হজের ফ্লাইট।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রস্তুত রয়েছে।

এর আগে সোমবার ৫ জুন থেকে হজ ফ্লাইট পরিচালনার অনুরোধ জানিয়ে বিমান মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল বলেন, “বিমান মন্ত্রণালয়ও প্রস্তুত। (৫ জুন ফ্লাইট শুরুতে) অসুবিধা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না।”

এবার ধর্ম মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ৩১ মে প্রথম হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু সোমবার সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে জানান যে, ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’ বাস্তবায়নের জন্য তাদের ৪০ জনের দল আগামী ২ জুনের আগে ঢাকায় এসে পৌঁছাতে পারবে না।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রি-এরাইভাল ইমিগ্রেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ডিভাইস,যন্ত্রপাতি এখনও ঢাকায় এসে পৌঁছেনি। এ সব ডিভাইস, যন্ত্রপাতি সৌদি দলের সঙ্গে ঢাকায় আসবে। যন্ত্রপাতি আসার পর তা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনস্টল করতেও কিছুটা সময় লাগবে।

যাদের বয়স ৬৫ বছরের নিচে, শুধু তারাই এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। তবে সবার দুই ডোজ কোভিড টিকা নেওয়া থাকতে হবে।

তাছাড়া যাওয়ার সময় কোভিড নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে, এই পরীক্ষা সরকার বিনামূল্যে করানোর ঘোষণা দিয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *