আফগানিস্তানকে এক কোটি টাকার অনুদান দিচ্ছে বাংলাদেশ
নিউজ ডেস্ক:
আফগানিস্তানে তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে দেশটিকে নগদ এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের মানবিক সহায়তা ও সমন্বয়কারী সংস্থা ইউএনওসিএইচএ-এর তহবিলে এ অর্থ দেবে সরকার। রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনার ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অর্থ পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, নিউ ইয়র্ক, বাংলাদেশ সরকারের পক্ষে ইউএনওসিএইচএ-এর মাধ্যমে আফগানিস্তানে মানবিক সহায়তার জন্য গঠিত বিশেষ তহবিলে অনুদানের অর্থ পাঠাবে এবং এ সংক্রান্ত কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এ অর্থ জাতিসংঘ, ইউএনওসিএইচএ-এর মাধ্যমে আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে।
এ অনুদান প্রধানমন্ত্রী কর্তৃক অনুসৃত আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উক্ত অনুদান দেওয়ান ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করছে ঢাকা।
Related News
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More