ব্রিটেনে দুই বছর পর পর হবে গাড়ীর MOT

বিদেশবার্তা২৪ ডেস্ক:
গাড়ির এমওটি টেস্ট প্রতি বছরের পরিবর্তে প্রতি দুই বছর পর করার বিষয়ে আলোচনা হয়েছে ব্রিটিশ সরকারের শীর্ষ পর্যায়ে। মন্ত্রীসভার এই বৈঠকে মন্ত্রীরা জীবনযাপনের ব্যয় বৃদ্ধি নিয়ন্ত্রণের নানা উপায় নিয়ে আলোচনা করছিলেন। সেখানেই এই প্রস্তাব দেন ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শাপ্স। এতে বছরে প্রায় ৫০ পাউন্ড খরচ বাঁচাতে পারেন গাড়ির মালিকেরা। অনেক ক্ষেত্রে আরও কম খরচেও এমওটি করানো যায়।
কিন্তু এমওটি’র খরচ কমিয়ে জনগণের জীবনাযাপনের খরচ কমানোর ধারনা কি আসলে সৃজনশীল কোনো ধারনা, নাকি কাণ্ডজ্ঞানহীনতা?
হাল সিটির গাড়ির মেকানিক রিচারড সরকারের পরিকল্পনায় আশ্বস্ত হতে পারছেন না। তিনি বলছেন, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া একটি গাড়ি দুই বছর চালানো হলে দিন শেষে দেখা যেতে পারে খরচ আরও বেশী পড়েছে।
তবে হাল এলাকা থেকে আরও দক্ষিণে বারটন এলাকায় এলে দেখা যাবে, দুই বছর অন্তর এমওটি করার মধ্যে কিছু মানুষ সুবিধা দেখছেন।
কিন্তু লিংকন এলাকার কনজারভেটিভ দলীয় এমপি কার্ল ম্যাককার্টনি সরকারের এই চিন্তার সাথে একমত নন।
সরকার অবশ্য আরও কিছু বিকল্প ধারনা নিয়েও কাজ করছে। যেমনঃ নতুন গাড়ি হলে এমওটি করার সম্যকে আরও বর্ধিত করে দেয়া। এই মুহূর্তে এই সময় নির্ধারণ করা আছে তিন বছর। মটরিং অর্গানাইজেশনগুল বলছে, এখন যেমন নিয়ম আছে, সেটিই ঠিক আছে। সস্তা বিকল্প গ্রহণ না করাই ভালো।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More