Main Menu

মালদ্বীপে প্রবাসী ব্যবসায়ীদের সাথে হাইকমিশনারের মতবিনিময় সভা

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বাণিজ্য বৃদ্ধির জন্য করণীয় নির্ধারণে লক্ষে গতকাল মঙ্গলবার (১৭ মে) দূতাবাসের হলরোমে প্রবাসী ব্যবসায়ীদের সাথে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উক্ত মতবিনিময় সভায় মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য পরিবহনে উভয় দেশের মধ্যে সরাসরি শিপিং লাইন চালু, আকাশপথে পণ্য পরিবহনে পরিবহন ব্যয় হ্রাস করণ সহ সময় সাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় প্রবাসী ব্যবসায়ী সিআইপি ও গ্লোবাল রিচ প্রা: লি: এর চেয়ারম্যান আলহাজ্ব সোহেল রানা, শিক্ষা অনুরাগী ও ব্যবসায়ী মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের কর্ণধার আহমেদ মোত্তাকী, ভিউ কন্সট্রাকশন এর চেয়ারম্যান দুলাল হোসেন, ঢাকা ট্রেডার্সের ম্যানেজিং ডিরেক্টর মো: বাবুল হোসেন, ফ্রোর এল প্রা: লি: এর ব্যাবস্থাপনা পরিচালক মো: হাদিউল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী মো: মজিবুর রহমান, ফুড এন্ড ফুড প্রা: লি: এর পরিচালক মো: নুরে আলম রিন্টু, কিউ এন্ড এ প্রা: লি: এর পরিচালক মো: জহিরুল ইসলাম ও মো: সাইয়ূম, শাহিয়ান মার্ট প্রা: লি: এর পরিচালক মো: মোকলেছুর রহমান, ব্লাক অলিব রেষ্টুরেন্ট পরিচালক মো: হাফিজুর রহমান, পি.এফ. টেড্রাস প্রা: লি: এর পরিচালক মো: পারভেজ, এস.কে.মার্ট প্রা: লি: এর পরিচালক মো: আবদুল সালেম কুদ্দুস ও প্রবাসী ব্যবাসয়ী মো: আরিফ মাতাবর সহ সংশ্লিষ্ট প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় মিশনের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ, তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া ও উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *