লন্ডনে যে কারণে লিফটে আটকা ছিলেন মেয়র আরিফ

প্রবাস ডেস্ক:
যুক্তরাজ্য সফররত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রায় দেড় ঘন্টা আটকা পড়েছিলেন লিফটে। জানাযায় মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের এনটিভি অফিসে গেলে সেখানের একটি লিফটে তিনি সহ তার সফরসঙ্গী ৭জন লিফটে আটকা পরেন।
হঠাৎ করেই লিফট স্টাক হয়ে পড়ায় প্রথমে সাময়িক মনে হলেও প্রায় দুঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মেয়রসহ সফরসঙ্গীদের উদ্ধার করে। তবে এসময় কেউই আহত কিংবা ভীত হয়ে পরেননি। সফররত সঙ্গীরা জানান দীর্ঘ দুই ঘন্টা মেয়র আরিফুল হক চৌধুরী সফরসঙ্গীদের নানানভাবে কথার মাধ্যমে ভীত না হতে অনুপ্রানিত করতে থাকেন।
এদিকে বুধবার বিসিএ আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়রকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঘটনা সত্য তবে আমি মোটেও ভীত হয়নি।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More