Main Menu

জাফলংয়ে টোল আদায় বন্ধ

স্টাফ রিপোর্ট:
সিলেট জেলা আইন-শৃংখলা বিষয়ক সভায় গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি আদায় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ পর্যটন স্পট থেকে প্রবেশ ফি নেয়া আপাতত বন্ধ থাকছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেট জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানান, পর্যটন উন্নয়ন কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত জাফলং পর্যটন কেন্দ্রে টোল আদায় আপাতত বন্ধ থাকবে। এ সভায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রসঙ্গত, গত ৫ মে পর্যটনকেন্দ্র জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে কথাকাটাকাটির জেরে বেড়াতে আসা পর্যটকদের ওপর স্বেচ্ছাসেবক নামধারী সন্ত্রাসীদের হামলায় দুই নারীসহ ৫ পর্যটক গুরুতর আহত হন। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় হয়। এ ঘটনার পর জাফলংয়ে পর্যটকদের কাছ থেকে এক সপ্তাহ প্রবেশ ফি বন্ধ রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক। এর মেয়াদ ১৩ মে শেষ হবে। এ অবস্থায় জাফলংয়ে প্রবেশ ফি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত এলো।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *