সিলেটসহ ৮ বিভাগে ডিজিটাল হচ্ছে মৌজা ম্যাপ শিট
নিউজ ডেস্ক:
সিলেটসহ দেশের আটবিভাগে ভূমি মন্ত্রণালয়ের মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আওতায় মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করা হবে। এ লক্ষ্যে বিভাগওয়ারি আটটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প বাস্তবায়নে আটটি প্রস্তাবসহ ১৭টি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদন পাওয়া মোট ১৭টি প্রস্তাবে ব্যয় হবে ১ হাজার ৫৩৮ কোটি ৭৪ লাখ টাকা।
সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির ভার্চুয়াল সভায় সভাপত্বি করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জিল্লুর রহমান চৌধুরী জানান, সিলেট বিভাগে ১০ হাজার ২০৪টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে যৌথভাবে ‘ডাটা এক্সপার্টস প্রাইভেট লিমিটেড’ ও ‘মাল্টিমিডিয়া কনটেন্টস অ্যান্ড কমিউনিকেশনস লিমিটেড’। এতে ব্যয় হবে ১৪ কোটি ২৩ লাখ ৪৩ হাজার টাকা।
ঢাকা বিভাগে ১৮ হাজার ৭৭৯টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে যৌথভাবে ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং’ ও ‘সিনেসিস আইটি লিমিটেড’। এতে ব্যয় হবে ১৭ কোটি ৮০ লাখ ১১ হাজার টাকা। বরিশাল বিভাগে ৮ হাজার ৭৯৩টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে যৌথভাবে ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং’ ও ‘সিনেসিস আইটি লিমিটেড’। এতে ব্যয় হবে ১২ কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫ হাজার ৬২২টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে যৌথভাবে ‘বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড’ ও ‘মেগাটেক জিএনবিডি’। এতে ব্যয় হবে ২৩ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকা।
জিল্লুর রহমান চৌধুরী জানান, রংপুর বিভাগে ১৩ হাজার ৩০৪টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেড। এতে ব্যয় হবে ১২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা। রাজশাহী বিভাগে ১৭ হাজার ৬৪১টি মৌজা ম্যাপ শিটও ডিজিটালাইজ করবে একই প্রতিষ্ঠান। এতে ব্যয় হবে ১৭ কোটি ১ লাখ টাকা। খুলনা বিভাগেও ৪২ হাজার ১৭১টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে প্রতিষ্ঠানটি। এতে ব্যয় হবে ২৭ কোটি ৯৪ লাখ ২৭ হাজার টাকা।
ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ৮৯৮টি মৌজা ম্যাপ শিট ডিজিটালাইজ করবে যৌথভাবে ‘দেশ উপদেশ লিমিটেড’ ও ‘টেকনিক্যাল সাপোর্ট সার্ভিসেস লিমিটেড’। এতে ব্যয় হবে ১৩ কোটি ৪০ লাখ টাকা।
অতিরিক্ত সচিব জানান, একই প্রকল্পের আওতায় পরামর্শক সেবা ক্রয়ের দুইটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সারাদেশের স্যাটেলাইট ইমেজ সংগ্রহ ও ইমেজ ক্লাসিফিকেশন (ভূমির ব্যবহার) ক্রয় কাজের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকা। অন্যদিকে ডেভেলপমেন্ট অব ওয়েব অ্যাপ্লিকেশন ফর জিআইএস ডাটাবেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস ভিজ্যুয়ালাইজেশন কাজের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে যৌথভাবে ‘ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং ও সিনেসিস আইটি লিমিটেড। এতে ব্যয় হবে ২ কোটি ৭ লাখ ৭৮ হাজার টাকা। সূত্র : ঢাকাটাইমস
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More