জাফলংয়ে টোল আদায় বন্ধ

স্টাফ রিপোর্ট:
সিলেট জেলা আইন-শৃংখলা বিষয়ক সভায় গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি আদায় নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ পর্যটন স্পট থেকে প্রবেশ ফি নেয়া আপাতত বন্ধ থাকছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে আলোচনা হয়। এ সময় সিলেট জেলা প্রশাসক মো: মজিবর রহমান জানান, পর্যটন উন্নয়ন কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত জাফলং পর্যটন কেন্দ্রে টোল আদায় আপাতত বন্ধ থাকবে। এ সভায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রসঙ্গত, গত ৫ মে পর্যটনকেন্দ্র জাফলংয়ে প্রবেশ ফি নিয়ে কথাকাটাকাটির জেরে বেড়াতে আসা পর্যটকদের ওপর স্বেচ্ছাসেবক নামধারী সন্ত্রাসীদের হামলায় দুই নারীসহ ৫ পর্যটক গুরুতর আহত হন। এ নিয়ে দেশব্যাপী তোলপাড় হয়। এ ঘটনার পর জাফলংয়ে পর্যটকদের কাছ থেকে এক সপ্তাহ প্রবেশ ফি বন্ধ রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক। এর মেয়াদ ১৩ মে শেষ হবে। এ অবস্থায় জাফলংয়ে প্রবেশ ফি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত এলো।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More