Main Menu

বড়লেখায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (০৯ মে) সন্ধ্যা ৭টায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কাঠালতলী ব্রিকফিল্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

 

নিহত ফখরুল উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

এসময় ঘাতক বাস ও এর চালককে আটককে করেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার সোমবার রাত আটটায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। বাস ও এর চালককে আটক করেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *