অভিভাবক কানাডিয়ান হলে, আমিও কি কানাডিয়ান নাগরিক হতে পারব?
বিদেশবার্তা২৪ রিপোর্ট:
আপনার অভিভাবক কানাডিয়ান নাগরিক হলে আপনিও কানাডিয়ান নাগরিক হতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে আবেদন করতে হবে। যেসব অভিভাবক কানাডায় থাকেন তাদের সন্তানদের নাগরিকত্বের আবেদনের অনুমতি দেয় কানাডা।
আপনার জন্মের সময় থেকে যদি আপনার কোন বৈধ অভিভাবক কানাডার নাগরিক হয়ে থাকেন, তাহলে আপনি আইআরসিসিতে কানাডিয়ান নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এজন্য আবেদন ফি ৭৫ কানাডিয়ান ডলার।
এছাড়া আপনি আপনার জীবনের যেকোন সময় কানাডার নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন। এমনকি যদি আপনার অভিভাবক মৃত্যুবরণও করে তাহলে আপনি আপনার অভিভাবকের নাগরিকত্বের প্রমাণের জন্য আবেদন করতে পারবেন।
নাগরিকত্বের জন্য আপনার অভিভাবকের জন্মসনদ বা কানাডিয়ান নাগরিকত্বের সার্টিফিকেট প্রয়োজন হবে।
একবার আইআরসিসি আপনার আবেদন মঞ্জুর করলে আপনাকে কানাডিয়ান নাগরিকত্ব দেয়া হবে। আপনি একজন বিশ্বস্ত আইনজীবীর সহায়তা নিতে পারেন।
কানাডিয়ান নাগরিকত্ব নানাভাবে আপনার উপকার করবে। কানাডা শক্তিশালী অর্থনীতির একটি দেশ। এছাড়া এখানে, সার্জনীন স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, নিশ্চয়তা, উচ্চতর শিক্ষা দেয়া হয়। অধিকন্তু কানাডার পাসপোর্ট আপনাকে পৃথিবীর ১৮৫ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দেবে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More