যে খবরে ২৬ বিলিয়ন ডলার খোয়াল আলিবাবা!

আন্তর্জাতিক ডেস্ক:
‘মা’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার অল্প সময়ের মধ্যে ২৬ বিলিয়ন ডলার খুইয়েছে জ্যাক মা’র মালিকানাধীন ই-কমার্স জায়ান্ট আলিবাবা। বৃহস্পতিবার (৫ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়-জাতীয় নিরাপত্তার লঙ্ঘনের অভিযোগে হাংঝু শহর থেকে ‘মা’ পদবিধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির এই এক বাক্যের সংবাদ চীনের নিজস্ব সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে হংকং পুঁজিবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ খবর প্রচারিত হওয়ার পর হংকং পুঁজিবাজারে ই-কমার্স প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৯ দশমিক ৪ শতাংশ কমে যায়। ফলে কয়েক মিনিটের ব্যবধানে আলিবাবার শেয়ারের দাম ২৬ বিলিয়ন ডলারের মতো কমে যায়।
তবে ওই সংবাদটিকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে উল্লেখ করেন চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’র সাবেক প্রধান সম্পাদক হু শিজিং। সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইবো’তে তিনি বলেন, আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা অথবা মা উন’র সঙ্গে ‘মা’ শব্দটি জুড়ে আছে।
এরপর সিসিটিভি দ্রুত তাদের সংবাদটি আপডেট করে। সূত্র: সিএনএন।
Related News

ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More

ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More