Main Menu

দুই বছর পর কুয়েতে প্রবাসী বাঙালিদের ঈদ উদযাপন

নিউজ ডেস্ক:
টানা দুই বছর পর স্বস্তিতে ঈদুল ফিতর উদযাপন করল কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় সোমবার (৩ মে) ভোর ৫টা ২১ মিনিটে বাঙালি অধ্যুষিত অঞ্চলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় মসজিদে, খেলার মাঠে, উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেয় দেশটির সরকার।

ধর্ম মন্ত্রণালয়ের অনুমতিতে কুয়েতের বাঙালি অধ্যুষিত অঞ্চলে প্রায় ২০টির বেশি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বিদেশের মাটিতে একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে সকাল ১০টার দিকে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান তার বাস ভবনে প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

কুয়েতের কমিউনিটি, সাহিত্য সাংস্কৃতিক, সংগঠনের নেতারা, প্রবাসী সংবাদকর্মীরাসহ সব শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *