লন্ডনে ঘরে ঢুকে একই পরিবারের চার জনকে হত্যা, যুবক গ্রেফতার
নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যে বাড়িতে ঢুকে একই পরিবারের চার জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, সোমবার (২৫ এপ্রিল) ভোরে দক্ষিণ-পূর্ব লন্ডনে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
লন্ডনের সাউথ বারমন্ডসি স্টেশনের কাছে একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা জানান, ঘরের ভেতরেই চারজন প্রাণ হারান।
পুলিশ জানিয়েছে, নিহত তিন নারীর বয়স যথাক্রমে ৬০, ৪০ ও ৩০-এর কোঠায়।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের চীফ সুপার কলিন উইনগ্রেভ জানান, ডেলাফোর্ড রোডের ওই বাড়িতে ঘটনার খবর পুলিশ জানতে পারে প্রতিবেশীদের কাছ থেকে। খবর পেয়ে পুলিশ দরেজা ভেঙে ঘটনাস্থলে প্রবেশ করে। পুলিশ চারজনকেই ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় গোয়েন্দা দলসহ পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহত চারজনের পূর্ব পরিচিত হতে পারে ঘাতক।
হত্যাকারী সন্দেহে গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এমপি হ্যারিয়েট হারম্যান এই হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের বলেছেন, পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গুরুত্বপূর্ণ হলো অপরাধীদের দ্রুত বিচার করা।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More