Main Menu

Monday, April 25th, 2022

 

দুই বছর পর সিলেট শাহী ঈদগাহে হচ্ছে ঈদের জামাত: সময় নির্ধারণ

নিউজ ডেস্ক: সিলেটে প্রাণঘাতী করোনার দাপট ছিলো পুরো দুই বছর। ফলে করোনাকালের গত ৪টি ঈদেই সিলেট শাহী ঈদগাহে ছিলো সুনসান নিরবতা। ঈদের দিনগুলোতে মুসল্লিদের বুকে ধারণ করতে না পেরে নিরবে কাঁদছিলো যেন ধর্মীয় অনুভূতি জড়িত সিলেটের ঐতিহ্যবাহী এই ঈদগাহটি। তবে এবার অবসান হচ্ছে সেই কান্নার। সিলেটসহ সারা দেশে নেই করোনার চোখ রাঙানি। তাই আসন্ন ঈদুল ফিতরের দিনে ঈদগাহ এবং খোলা মাঠে ঈদের জামাত আদায় করতে পারবেন মুসল্লিরা। এ লক্ষ্যে সিলেট শাহী ঈদগাহ প্রস্তুত করার জন্য উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন এবং ঈদগাহ কমিটি। এ বিষয়ে রবিবার (২৪ এপ্রিল) সিসিক মেয়রRead More